শুক্রবার সকাল থেকেই ভারতের জন্য একের পর এক খারাপ খবর আসছিল অলিম্পিক্সে৷ অবশেষে এল ভাল খবর। টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কমলপ্রীত কউর। গ্রু বি থেকে তিনি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন।
৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। তবে গ্রুপ এ থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের অপর এক অ্যাথলিট সীমা পুনিয়া। ফাইনাল আগামী সোমবার, ২ অগাস্ট।
কমলপ্রীতের হাত ধরে আরও একটি পদকের আশায় ভারত। যদিও কমলপ্রীতের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই। তবে তাঁর এদিনের পারফরম্যান্সে মুগ্ধ গোটা দেশ।