ভ্যাকসিন শেষ। তার জেরে শনিবার থেকে দিল্লিতে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ বন্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ভ্যাকসিনেশন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রের কাছে ফের টিকা সরবরাহের দাবিও রেখেছেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, '১৮ ঊর্ধ্বদের জন্য বরাদ্দ ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় এদিন থেকে আমরা সেই সমস্ত ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। দিল্লির ৮০ লক্ষ ভ্যাকসিন প্রয়োজন, যাতে আগামী ৩ মাসের মধ্যে সবাইকে টিকা দেওয়া যায়। এখনও পর্যন্ত মে মাসে আমরা মাত্র ১৬ লক্ষ ভ্যাকসিন পেয়েছি।'