গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে ভয় পাইয়ে দিচ্ছে মৃত্যুর পরিসংখ্যান। এই অবস্থায় শুক্রবার থেকে ১০ দিনের জন্য বন্ধ থাকবে খড়গপুর আইআইটি। তবে জরুরি পরিষেবায় ছাড় মিলবে। আইআইটি ক্যাম্পাসে সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান। বিকেল ৫টা থেকে ২ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট। ২৩ শে মে পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস, এমনটাই জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।