ইতিহাস গড়েও একটুর জন্য সোনা হাতছাড়া হল কিদাম্বি শ্রীকান্তের (Kidambi Srikanth)। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের(World Badminton Championship) ফাইনালে হেরে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। সোনা অধরা থাকলেও দেশকে গর্বিত করলেন তিনি।
রবিবার স্পেনের হুয়েলভায় বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউওয়ের কাছে হেরে গেলেন ভারতীয় শাটলার। ম্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২। ফলে রুপো জিতলেন শ্রীকান্ত।
বিশ্ব মিটের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এই অসাধারণ নজির গড়লেন ২৮ বছরের ব্যাডমিন্টন তারকা। ফাইনালে দুর্দান্ত লড়াই করেও শেষপর্যন্ত হার মানতে হয় শ্রীকান্তকে।
প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন কিদম্বি শ্রীকান্ত। এর আগে ভারতের কোনও শাটলার এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেননি। ফলে কিদাম্বি শ্রীকান্ত ফাইনালে উঠেই ইতিহাস গড়ে ফেলেছিলেন। এর আগে বিশ্ব মিটে ব্রোঞ্জ জিতেছিলেন তিন ভারতীয় শাটলার।