কার্যত বিনা প্রতিরোধে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্রবল চাপে কলকাতা নাইট রাইডার্স। রবিবার আরসিবির ২০৪ রানের জবাবে মাত্র ১৬৬ রানে আটকে যায় কেকেআর৷ হারতে হয় ৩৮ রানে। ম্যাচের পর অধিনায়ক ইওন মর্গ্যান স্বীকার করে নিয়েছেন, তাঁরা চেন্নাইয়ের পিচ বুঝতে পারেননি। ফলে টিম সিলেকশন থেকে ম্যাচ রিডিং- সবকিছুতেই সমস্যা হয়েছে৷ পর পর দু'ম্যাচে হারের জেরে ক্রমশ কঠিন হচ্ছে কেকেআরের প্লে অফের রাস্তা।