পঞ্জাব কিংসকে হারিয়ে ম্যাচ জিতল কেকেআর। সোমবার সন্ধেয় মুখোমুখি হয়েছিল মর্গানের কলকাতা নাইট রাইডার্স ও কেএল রাহুলের পঞ্জাব কিংস । টসে জিতে কেএল রাহুলদের প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআরের অধিনায়ক ইওন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে পঞ্জাব তোলে ১২৩ রান। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগরওয়াল (৩১) ও ক্রিস জর্ডন (৩০)। ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে, ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। মর্গ্যানের ৪৭ রানের ইনিংস ও রাহুল ত্রিপাঠীর ৪১ রানের ওপর ভর করে ম্যাচ জিতল কেকেআর।