শুক্রবার থেকে ফের কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ শুরু হবে। বৃহস্পতিবার একথা জানাল কলকাতা পুরসভা।
পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, পুরসভার হাতে এখন ২০ হাজার ডোজ টিকা রয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে আরও ৩০ হাজার ডোজ টিকা আসবে। এই ৫০ হাজার ডোজ টিকা দ্রুত কাজে লাগাতে চায় পুরসভা।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে টিকাকরণ। ১০টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় ডোজ এবং ১টা থেকে ৪টে পর্যন্ত মিলবে প্রথম ডোজ।