মঙ্গলবার কলকাতা পুরভোটের (KMC Election 2021) ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় রাখা হয়েছে নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম (Strong Room)। অশান্তির অভিযোগ উঠলেও বুথ দখল হয়নি, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (State Election Commission)। পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি বামদলগুলোর (Left Front)।
বুথফেরত সমীক্ষায় জানা গেছে, পুরভোটে ১৩১টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। ১৩টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি (BJP)। বিধানসভা ভোটের পর এবারও আসন শূন্য হতে পারে বাম-কংগ্রেস জোটের।
আরও পড়ুন: ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমুল, বাম-কং শূন্য পুরসভায় ১৩ আসন বিজেপির?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনের আয়োজন নিয়ে কলকাতা পুলিশের প্রশংসা করেছেন। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল ছাড়া কলকাতা পুরভোট শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। দাবি নির্বাচন কমিশনের। এদিকে ভোট লুঠের অভিযোগ তুলে রাজভবনে নালিশ করেছে বিজেপি। কমিশনের সামনেও বিক্ষোভ দেখায় তারা।