কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election) বিপুল জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস (TMC)। আসনসংখ্যার বিচারে দ্বিতীয় হতে পারে বিজেপি (BJP)। বিধানসভায় শূন্য হয়ে গেলেও কলকাতা পুরসভায় একটি আসন পেতে পারে বামেরা (Left Front)। পুরসভা নির্বাচনে একটিও আসন না পেতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত মিলল সি-ভোটারের (C-Voter) সমীক্ষায়।
কলকাতার পুরভোটে তৃণমূল পেতে পারে ১৩০টি আসন। বিজেপি পেতে পারে ১৩ আসন। বামেদের ঘরে আসতে পারে একটি আসন। পুরভোটে এবার না-ও খাতা খুলতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত মিলল সি ভোটারের সমীক্ষায়।
Mamata Banerjee, PM Modi: মোদীর 'কংগ্রেস মুক্ত ভারত' স্বপ্নের শরিক মমতা, দাবি আরএসএসের পত্রিকায়