মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। গণনাকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কলকাতা পুলিশের তরফে গোটা শহর জুড়ে কড়া পুলিশি প্রহরায় ব্যবস্থা করা হয়েছে।
কড়া পুলিশি প্রহরায় গণনা
শহরে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ বাহিনী।
থাকবেন আরও ১ হাজার পুলিশ অফিসার। তাঁদের মধ্যে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং অফিসার ইন চার্জরা।
গণনা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে।
১০টি গণনা কেন্দ্রে দায়িত্বে থাকবেন ১০জন ডিসি। এছাড়া নির্দিষ্ট এলাকার ডেপুটি কমিশনার নজর রাখবেন।
সকাল ৬টা থেকে গণনা শেষ হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা।
বোরোভিত্তিক গণনা কেন্দ্র
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়- ১ ও ২ নং বোরো
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- ৩, ৪, ৫, ৬ নং বোরো
গীতাঞ্জলি স্টেডিয়াম- ৭, ১২ নং বোরো
বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ- ৮ নং বোরো
ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান হেস্টিংস হাউস- ৯ নং বোরো
যোধপুর পার্ক বয়েজ- ১০ নং বোরো
যোধপুর পার্ক গার্লস- ১১ নং বোরো
বড়িশা হাই স্কুল- ১৩ নং বোরো
ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ- ১৪ নং বোরো
সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রি কলেজ- ১৫ নং বোরো
ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা- ১৬ নং বোরো