শহরে বাড়ছে করোনা অতিমারীর প্রকোপ। উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিল কলকাতা পুরসভা।
KMC জানিয়েছে, এখন থেকে শহরের জনবহুল এলাকায় RTPCR টেস্ট করা হবে। কোনো রকম বাছবিচার না করে বিপুল সংখ্যক পরীক্ষা করবে পুরসভা। চিহ্নিত করা হবে সংক্রমিতদের। তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
Central's concern over West Bengal corona: রাজ্যে বেড়ে চলা সংক্রমণ নিয়ে উদ্বেগ কেন্দ্রের চিঠিতে
রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণের শীর্ষে কলকাতা। তার মধ্যেই বিশেষ উদ্যোগ নিল পুরসভা।