অবশেষে বিরাট কোহলি-রবি শাস্ত্রীর জুটি শেষ হতে চলেছে আইসিসি ট্রফি ছাড়াই। তবে তাঁদের একসাথে পথ চলার সময়কাল কেটেছে যথেষ্ট চিত্তাকর্ষকভাবেই।
দেশের মাটিতে ঈর্ষণীয় পরিসংখ্যান
২০১৭ সালের ১৩ জুলাই ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই শাস্ত্রীর হাত ধরে ভারত ঘরের মাঠে চোখধাঁধানো নজির সৃষ্টি করেছে। ঘরের মাটিতে ১৩৭টি ম্যাচে ভারত হেরেছে মাত্র ৩৭টিতে।
অস্ট্রেলিয়ার মাটিতে দুটি বড় টেস্ট সিরিজ জয়
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিনের টেস্ট ইতিহাসে জেতার কোনো নজির ছিল না ভারতের। রবি শাস্ত্রীর হাত ধরে প্রথম বিদেশের মাটিতে জয়ের মুখ দেখে ভারতীয় দল। যদিও ২০১৮-১৯ সালে বিরাট ব্রিগেড ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম এশিয়ান দল হয়ে ওঠে। তাঁদের এই জয়কে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেন শাস্ত্রী। তবে এই জয় যে নিছক কাকতালীয় নয়, তা প্রমাণ হয়ে যায় কয়েক বছর পর ভারত যখন আবার অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে সিরিজ জেতে।
টেষ্ট বিশ্বকাপের ফাইনাল
রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির নেতৃত্বে ভারত সাড়া ফেলে দিয়েছিল বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে। দুরন্ত ব্যাটিং, ঘূর্ণি স্পিনার, প্রাণঘাতী পেস আক্রমণ এর মাধ্যমে ভারত উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোঁচট খেলেও তারা প্রমাণ করে দেয় আগামীতে যথেষ্ট লড়াইয়ের রয়েছে শাস্ত্রী-বিরাট জুটির মধ্যে।
ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়
রবি শাস্ত্রী প্রায়ই ভারতকে বিদেশের মাটিতে সেরা দল বলে আখ্যায়িত করেন। একথা যে একেবারে ভুল নয়, তা বারে বারে প্রমাণ হয়েছে। কোভিড-১৯ কারণে ম্যানচেস্টারে ফাইনাল ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার আগেই ভারত ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ পকেটস্থ করে ২-১ জিতে। ১৯৭১ সালের পর রবি শাস্ত্রীর কোচিংয়েই ওভাল টেষ্টে জয় পায় ভারত।