বুধবার ভোর ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে পারে কলকাতায়। তাই ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা বিমানবন্দর। সরিয়ে ফেলা হয়েছে বিমানবন্দরের অস্থায়ী ব্যারিকেড বিমানবন্দরের বাতিস্তম্ভ থেকে আলো নামিয়ে ফেলা হয়েছে। এছাড়া বিমানবন্দরে যে সব বিমান পার্কিং করা হবে, সেগুলির চাকা দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে রাখা হবে। ঝড়ের দাপটে যাতে বিমানের কোনও ক্ষতি না হয় তার জন্যই এই পদক্ষেপ।