বিজ্ঞপ্তি জারি করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকাকরণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলা প্রশাসনকে। তার পরই সোমবার পড়ুয়াদের টিকাকরণ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল পুরসভা। তাতে বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে পড়ুয়াদের টিকাকরণ। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের কোভিশিল্ড টিকা দেওয়া হবে। টিকাকেন্দ্র ভিড় এড়াতে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০ জন পড়ুয়া প্রতিষেধক পাবেন। এছাড়াও স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালের টিকাকেন্দ্র এবং কলকাতা পুরসভা আয়োজিত শিবিরেও পড়়ুয়াদের টিকা দেওয়া হবে। কোন দিনে, কোন টিকাকেন্দ্র কত পড়ুয়াকে প্রতিষেধক দেওয়া হবে, তা কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।