কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির (Kolkata Flyovers) ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নিল প্রশাসন। এইচআরবিসি-র সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক এক করে শহরের ৫ টি গুরুত্বপূর্ণ উড়ালপুলের ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে। জানা গেছে, আড়াই দিন ধরে পরীক্ষা চলবে প্রতিটি উড়ালপুলের। পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে উড়ালপুলগুলি।
চলতি মাসের শেষেই শুরু হবে পরীক্ষার কাজ। নভেম্বরের শেষে পরীক্ষা হবে পার্কস্ট্রিট উড়ালপুলের। অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে।
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। এর আগে শিয়ালদহ ও জীবনানন্দ সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল।