কলকাতা-হাওড়া পুরভোটে নয়া মোড়! রাজ্যে এখনই নয় পুরভোট, মঙ্গলবার এই কথা জানাল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে যতদিন জনস্বার্থ মামলা চলবে, ততদিন পর্যন্ত পুরভোটের কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে রাজ্য নির্বাচন কমিশনকে(West Bengal Election Commission) নির্দেশ দিল হাইকোর্ট।
সম্প্রতি বিজেপি (BJP) নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়(Pratap Banerjee) হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। রাজ্যের সমস্ত পুরসভায় ভোট বাকি থাকলেও কেন বেছে বেছে শুধুমাত্র কলকাতা এবং হাওড়ায় পুরভোট হবে, তা নিয়েই এই মামলা। মঙ্গলবার এই মামলাটি ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেখানে হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন, আপাতত কলকাতা ও হাওড়ার পুরভোট(Kolkata & Howrah Corporation Election) নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না নির্বাচন কমিশন।
আগামী সপ্তাহে পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে(West Bengal Govt.) হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০২০ সাল থেকে করোনার জেরে কলকাতা কর্পোরেশনসহ রাজ্যের ১১২'টি পুরসভায় নির্বাচন হয়নি। প্রশাসক দিয়েই সমস্ত কাজকর্ম চালাচ্ছে রাজ্য সরকার। বিধানসভা ভোট (Assembly Elections) এবং রাজ্যের ৭ কেন্দ্রের উপনির্বাচন মিটতেই পুরভোট করাতে উদ্যোগী হয় রাজ্য সরকার। মোটামুটিভাবে ঠিক ছিল আগামী ১৯ ডিসেম্বর কলকাতা (KMC) ও হাওড়ায় পুরভোট হবে।