বছরভরের ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াই ছেড়ে রবিবার ভোরে অন্য রঙে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল কলকাতা। একদিকে ব্রাজিলের হলুদ-সবুজ, অন্যদিকে আর্জেন্টিনার নীল-সাদা।
মেসি, নেইমার, ডি মারিয়ার ছবি দিয়ে সাজানো হয়েছিল পাড়া, ক্লাব, মহল্লা৷ খেলা শেষের পর উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে আর্জেন্টিনা সমর্থকদের। প্রায় তিন দশকের অপেক্ষার শেষে অবশেষে এসেছে সাফল্য।
বাগবাজার থেকে বাঁশদ্রোণী, দমদম থেকে বেহালা- সেজে উঠেছে নীল সাদা পতাকায়। পাড়ার ক্লাবে জড়ো হয়ে একসঙ্গে খেলা দেখার পর শুরু হয়েছে সেলিব্রেশন। তাতে লিও মেসি যেমন আছেন, তেমনই আছেন দিয়েগো মারাদোনাও৷
ফুটবল ভালবাসায়, নীল সাদা আবেগে বুয়েনস আইরেসের পাশেই এখন বাঘাযতীন বা বাগজোলা।