দেড় বছর বকেয়া থাকার পর রবিবার শুরু হল কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election) ভোটগ্রহণ। তার আগে রাত থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠতে শুরু করেছে।
৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তাঁদের কর্মীদের রাতে অকারণে গ্রেফতার করেছে পুলিশ। থানায় গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি।
৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের অভিযোগ, সিসিটিভি খুলে নিচ্ছেন তৃণমূল কর্মীরা৷ বসতে দেওয়া হচ্ছে না এজেন্টকে। ১০০ নম্বর ওয়ার্ডে তাঁদের এজেন্টকে মারধর করা হয়েছে বলে দাবি সিপিএমের (CPM)।
KMC Election 2021: ভোট-যুদ্ধের জন্য তৈরি কলকাতা, হাওড়া-সল্টলেক-বেলেঘাটা-দমদমে নাকা
রাতে হরিদেবপুর এলাকায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম এবং তৃণমূল কর্মীরা।
নাকাতল্লাশি চালানোর সময় তারাতলা থেকে অস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। গা়ড়িতে করে বজবজ থেকে তারাতলার দিকে আসছিলেন ওই দুই যুবক। পথে তাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৭এমএম পিস্তল।