কড়া নিরাপত্তার আবহে কলকাতায় (Kolkata) শুরু হয়ে গিয়েছে পুরসভা নির্বাচন। সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ। পুরসভার ১৪৪টি ওয়ার্ডে শুরু প্রার্থীদের ভাগ্যপরীক্ষা।
শীতের সকালেই কোনও কোনও বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের। লাইনে চোখে পড়ার মতো সংখ্যায় উপস্থিত রয়েছেন মহিলারা।
KMC Election: সিসিটিভি খোলা, বিরোধীদের 'হুমকি', গুলি উদ্ধার- বিক্ষিপ্ত অশান্তির আবহে শুরু ভোট
কলকাতা পুরসভা নির্বাচনে এবার নিরাপত্তার দায়িত্বে থাকছে না কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সর্বত্র নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। রাত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপর এখনও পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ।