সোমবার টানা বর্ষণে বিপর্যস্ত বাংলা। শুধু কলকাতাই নয়, জেলা থেকেও এসেছে বাড়ি ভেঙ্গে পড়ার খবর।
নারকেলডাঙ্গা ১নং জয়নারায়ণ তর্কপঞ্চানন লেনে পুরোনো এই দোতলা বাড়িতেই বহু বছর ধরে ভাড়া থাকে বিভিন্ন পরিবার। সোমবার আচমকা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে কোনোক্রমে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন। এরপরেই কর্পোরেশনের লোকজন এবং নারকেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়।
বাইটঃ নরেন হালদার, ভাড়াটে (01:10-01:55)
খবর পেয়ে কলকাতা কর্পোরেশনের কর্মীরা বাড়ি ভাঙতে এলে হঠাৎ আবার বাড়ির একাংশ ভেঙে আহত হয় পৌরসভার এক কর্মী। এরপরেই বাড়িটি রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়। পুরো বাড়িটি ভেঙে পড়লে অনেক বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।
পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের রাজনগর দাসপাড়া গ্রামে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম, বিজলী সাঁতরা (৫৫)। সোমবার অতি ভারী বর্ষণের ফলে মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । সেই দেওয়ালে চাপা পড়েন বিজলী সাঁতরা। এরপর স্থানীয় মানুষজন তাকে তড়িঘড়ি মাটির দেওয়াল সরিয়ে উদ্ধার করে। তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।