গড়িয়াহাটের (Gariahat) কাঁকুলিয়া রোডের জোড়া খুনের তদন্তে গ্রেফতার মূল অভিযুক্ত ভিকি হালদার (Vicky Haldar)। খুনে প্রধান ষড়যন্ত্রকারী ভিকি ও তাঁর সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে মুম্বই থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মুম্বইয়ের প্যারেল ইস্টের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। ৩ নভেম্বরের মধ্যে অভিযুক্তদের রাজ্যে আনার সময় দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল নটা নাগাদ অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর থেকে গ্রেফতার করা হয় ভিকি ও শুভঙ্করকে। খুনের তদন্তে নেমে ভিকির মা ও অন্য তিনজনকে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। তখনও ভিকিকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের গ্রেফতার করল কলকাতা পুলিশ।
গড়িয়াহাট জোড়া খুনের রহস্যভদ, ধরা পড়ল আরও দুই অভিযুক্ত
ব্যবসায়ী সুবীর চাকি ও তাঁর ড্রাইভারকে গড়িয়াহাটের বাড়িতে নৃশংসভাবে খুন করা হয়।