কলকাতা পুলিশ (Kolkata Police) ও লখনউ এটিএসের (Lucknow ATS) যৌথ অভিযানে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি (Bangladeshi Citizen)। রবিবার আনন্দপুরের গুলশন কলোনি থেকে গ্রেফতার করা হয় এক বছর তিরিশের যুবককে। ধৃত ব্যক্তির নাম মাহফুজুর রহমান। জানা গেছে, বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা সে। অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে আরও ১৭ জন বাংলাদেশি নাগরিককে। তল্লাশি চালিয়ে একাধিক পাসপোর্ট, আধার কার্ড সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের অনুমান, বিদেশে যাওয়ার নাম করে ১৭ জন বাংলাদেশি নাগরিকের থেকে মাথাপিছু এক -দেড় লক্ষ টাকা করে নিয়েছিল মূল অভিযুক্ত মাহফুজুর। অভিযুক্তের মোবাইলের টাওয়ারের অবস্থান ধরে অভিযান চালায় পুলিশ। তদন্তকারীদের দাবি, একাধিক অপরাধের সঙ্গে জড়িত মাহফুজুর। দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াত ছিল তার। কতদিন আগে সে ভারতে এসেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
দিনকয়েক আগে উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা লালবাজারের সঙ্গে যোগাযোগ করে। জানানো হয় কলকাতায় লুকিয়ে আছে মাহফুজুর। তার সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে।