ভুয়ো খবর রুখতে নয়া ব্যবস্থা কলকাতা পুলিসের।আমজনতার দ্বারস্থ প্রশাসন। কলকাতা পুলিসের তরফে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে যদি কোনও ভুয়ো খবর সংক্রান্ত তথ্য থাকে তবে তা ইমেল মারফত কলকাতা পুলিসের সাইবার ক্রাইমে জানাতে পারেন। ইমেল আইডি হল সাইবারপিএস@ কলকাতা পুলিস.গভ.ইন। ফোন নম্বর ০৩৩২২১৪৩০০০, মোবাইল নম্বর ৯৮৩৬৫১৩০০০