করোনা বিধি ভেঙে পার্ক হোটেলের পার্টি করার ঘটনায় ১০ জনকে তলব করল কলকাতা পুলিশ। একইসঙ্গে, খাদ্য এবং পানীয়ের দায়িত্বে থাকা ম্যানেজারকে তলব করেছে গোয়েন্দা বিভাগ৷ বুধবার বেলা বারোটায় লালবাজারের গুণ্ডাদমন শাখায় তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেই ফরেন্সিক বিভাগের আধিকারিকরা হোটেল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন৷ ইতিমধ্যেই এই হোটেলে ডিজে বাজিয়ে নাচানাচির অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ৷ সবাইকেই নোটিশ দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।