জটিল রহস্যের সমাধানের রাস্তা বের করে জাতীয় স্তরে পুরস্কৃত কলকাতা পুলিশের তিন সাব-ইন্সপেক্টর। শহরের তিনটি জটিল মামলায় সাফল্যের জন্য সাব-ইন্সপেক্টর কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ পাচ্ছেন 'Union Home Minister’s Medal for Excellence in Investigation for 2021'। গড়িয়াহাটের ২০১৯ এর হত্যাকাণ্ড, অ্যাপের মাধ্যমে প্রতারণা ও এটিএমে স্কিমিং ডিভাইস প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছিলেন কলকাতার পুলিশের এই তিন সাব-ইন্সপেক্টর। জাতীয় স্তরে সাফল্য কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া পেজে।
সাব-ইন্সপেক্টর কৌশিকব্রত মজুমদার ২০১৯ সালের ডিসেম্বরে সাড়া ফেলে দেওয়া গড়িয়াহাটে বৃদ্ধা খুনের ২৪ ঘণ্টার মধ্যে কিনারা করেছিলেন।
'Team Viewer' নামক একটি অ্যাপ ডাউনলোড করিয়ে তার মাধ্যমে কার্ড সংক্রান্ত তথ্য জাল করে এটিএম থেকে গায়েব হচ্ছিল ব্যাঙ্ক গ্রাহকের টাকা। সেই রহস্যের কিনারা করেছিলেন সাব-ইন্সপেক্টর সুমন সাধুখাঁ অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোট ৬ কোটি ৯৫ লক্ষ টাকা।
ব্রেবোর্ন রোডে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ 'স্কিমিং ডিভাইস' বসিয়ে বেআইনিভাবে সংগ্রহ করা হয় অসংখ্য এটিএম কার্ডের তথ্য। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তুলে নেয় লক্ষ লক্ষ টাকা। রহস্যের কিনারা করেছিলেন সাব-ইন্সপেক্টর জিতেন্দ্র প্রসাদ।