করোনার আকস্মিক আগমনে বদলে গিয়েছে মানুষের দৈনন্দিন জীবনছন্দ। বিলাসিতায় কোপ তো পড়েছেই, সেই সঙ্গে টান পড়েছে ভাঁড়ারে। যার রেশ পড়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও। আর্থিক মন্দা হওয়ায় গতবছর থেকেই পুজো কমিটিগুলোকে কাঁচি চালাতে হয়েছে পুজোর বাজেটে। যার অন্যথা হয়নি এবছরও।
প্রায় বেশিরভাগ পুজো কমিটিই পুজো সারছেন অন্য বছরের তুলনায় কম খরচে। কিন্তু তার মাঝেই দক্ষিণ কলকাতার সাবর্ণপাড়া বড়িশা সার্বজনীন প্রস্তুতি নিচ্ছে ৩০০ কোটির পুজোর। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার জোগাড়। এই বাজারেও এত টাকার বাজেটের পুজো? তবে সব জল্পনার অবসান ঘটালেন খোদ পুজো উদ্যোক্তারা।
তন্ময় চ্যার্টার্জী, সদস্য (00:05-00:35)
এই পুজোয় একবার ঢুঁ মারবেন নাকি এই তিনশো কোটির পুজোয়? করোনা বিধিনিষেধকে মান্যতা দিয়ে সপরিবারে একবার ঘুরে আসতেই পারেন বড়িশা সার্বজনীনের এই মন্ডপ থেকে।