সোমবার হরিদ্বারে মহাকুম্ভের দ্বাদশতম দিন ছিল। লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভিড়ে সরগরম হর কী পৌরির ঘাট। কিন্তু কারোর মুখেই মাস্ক নেই, নেই নূন্যতম করোনা সতর্কতা। সোমবার সন্ধেয় ২৮ লক্ষ পুণ্যার্থী শাহী স্নানের জন্য উপস্থিত হন হরিদ্বারে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, রবিবার রাত ১১.৩০ থেকে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মাত্র ১৮,১৬৯ জনের কোভিড টেস্ট সম্ভব হয়েছে। তার মধ্যে ১০২ জন সংক্রমিত পাওয়া গিয়েছে।যদিও মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের দাবি, সমস্ত কোভিড বিধিই মানা হচ্ছে মেলায়