Lancet On Covaxin: অবশেষে মেডিকেল জার্নাল 'ল্যানসেট'(Lancet) জানিয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভিড ভ্যাকসিন এই রোগের বিরুদ্ধে ৭৭.০৮% কার্যকর।
ল্যানসেট তার বিবৃতিতে জানিয়েছে, এই কোভ্যাক্সিন (Covaxin), সাধারণত একটি নিষ্ক্রিয় ভাইরাস প্রযুক্তি ব্যবহার করে। দুটি ডোজ দেওয়ার পরেই এটি একটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। ভারতে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে ১৮-৯৭ বছরের ২৪,৪১৯ জনের ওপর পরীক্ষা চালানো হয়। কিন্তু তাঁদের একজনও মারা যান নি।
India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২,৫১৬ , মৃত্যু হয়েছে ৫০১ জনের
তবে শুধুই সাফল্য নয়, গবেষণার সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই সমীক্ষাই চুড়ান্ত নয়। এটি একটি প্রাথমিক সমীক্ষামাত্র। এরপর আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন।
তবে এটি ভারত বায়োটেকের(Bharat Biotech) জন্য অত্যন্ত বড়ো খবর। কারণ সম্প্রতি হু-এর(WHO) তরফেও ভারত বায়োটেককে অনুমোদন দেওয়া হয়েছে। এবার থেকে এই টিকা নেওয়া ব্যক্তিরাও আমেরিকা(US) এবং ব্রিটেনে(UK) প্রবেশ করতে পারবেন।