বুধবার কলকাতা পুরসভা ভোটের(KMC Election 2021) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই ডান-বাম সব পক্ষের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সারাদিন সার্ভে বিল্ডিং এবং ট্রেজারি বিল্ডিংয়ে দেখা গেছে মনোনয়নপত্র জমা দেওয়ার ভিড়।
ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই প্রার্থীতালিকা প্রকাশ পেয়েছে। জোরকদমে শুরু হয়ে গেছে প্রচার। কেউ কাউকে একচুলও রাজনৈতিক জমি ছাড়তে নারাজ। সবার প্রথমেই প্রার্থীতালিকা প্রকাশ করে বামেরা(Left)। এরপর কংগ্রেস(INC), তৃণমূল কংগ্রেস(TMC) এবং সবশেষে বিজেপি(BJP)।