কলকাতা পুরসভা নির্বাচনে রক্তক্ষরণ কিছুটা কমার ইঙ্গিত মিলল বামেদের (Left Front)। অন্যদিকে, কার্যত রক্তশূন্য হয়ে পড়ল বিজেপি (BJP)। তবে নিজেদের কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছে তৃণমূল (TMC)।
শতাংশের বিচারে বামেরা পেয়েছে ১১ শতাংশ ভোট। জিতেছে ৯২ এবং ১০৩ নম্বর ওয়ার্ড। বিজেপির প্রাপ্ত ভোট ৮.৯৪ শতাংশ। তবে ওয়ার্ড একটি বেশি জিতেছে তারা। ৫০, ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ড বিজেপির। কংগ্রেস পেয়েছে দুটি ওয়ার্ড। ৪৫ এবং ১৩৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস জিতেছে। প্রাপ্ত ভোট ৪.৪৭ শতাংশ।
বিধানসভা নির্বাচনে কলকাতার কোনও ওয়ার্ডে এগিয়ে ছিল না বামেরা। বিজেপি এগিয়েছিল ১২টি ওয়ার্ডে। কিন্তু দ্রুত ধ্বস নেমেছে গেরুয়া ভোটব্যাঙ্কে।
KMC Election 2021: নজিরবিহীন জয়েও জোড়া ফুলে বিঁধে রইল 'বেনিয়মের' অভিযোগের কাঁটা