ট্যাক্সি চালক (Taxi Driver) ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ! সম্প্রতি এক তথ্যচিত্রে রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার পতনের পর রুটি-রুজির জন্য তিনি ট্যাক্সি চালিয়েছিলেন। সেই সময়ে দেশ অর্থনেতিক ভাবে সঙ্কটে। বহু মানুষ সমস্যায় পড়েছিলেন। সে জন্য বিকল্প আয়ের চিন্তাভাবনা শুরু করেন সাধারণ মানুষ।
রুশ সরকারের (Russia Government) আরআইএ-নোভোস্তির ওই তথ্যচিত্রে পুতিন জানান, সোভিয়েত রাশিয়ার পতনের ফলে ঐতিহাসিক রাশিয়াও শেষ হয়ে যায়। এই পতনকে বিংশ শতকের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয় (Geo-Political Disaster) বলে উল্লেখ করেছেন তিনি। সেই ঘটনা দেশবাসীর জন্যও বেশ দুঃখের বলে মন্তব্য করেন তিনি। এমনকী পশ্চিম ইউরোপে (Western Europe) অনেকের বিশ্বাস ছিল, রাশিয়াও দ্রুত ভেঙে ছোট ছোট ভূখণ্ডে পরিণত হবে।
আরও পড়ুন: বিশ্বের নবতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল বার্বাডোজ
তথ্যচিত্রে কথা প্রসঙ্গে নিজের ট্যাক্সি চালানোর উল্লেখও করেন তিনি। পুতিন বলেন, ‘‘মাঝে মাঝে অতিরিক্ত আয়ের জন্য আমি ট্যাক্সি চালাতাম। সত্যি বলতে এ নিয়ে কথা বলতে খুব একটা স্বস্তি বোধ করি না। বিষয়টা বেশ দুর্ভাগ্যজনক।’’ প্রসঙ্গত, সেই সময়ে রাশিয়ায় আনুষ্ঠানিক কোনও ট্যাক্সি পরিষেবা ছিল না। বাড়তি কিছু আয়ের জন্য ব্যক্তিগত গাড়িই অনেকে যাত্রী পরিবহণের জন্য ভাড়া দিতেন। তেমনই একটি গাড়ির চালক হিসেবে কখনও কখনও কাজ করতেন পুতিন।