করোনা চিকিত্সায় ক্রমশই ভয়াবহ হচ্ছে অক্সিজেনের সঙ্কট। এই পরিস্থিতিতে অক্সিজেনের যোগান বাড়ানোর জন্য নয়া নির্দেশ কেন্দ্রের। এরআগে নটি শিল্পক্ষেত্রকে তরল অক্সিজেন ব্যবহারে ছাড় দিয়েছিল কেন্দ্রীয় সরকার, এবার সেই ছাড়পত্রও তুলে নেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে শিল্পক্ষেত্রে তরল অক্সিজেন ব্যবহার করা যাবেনা, শিল্পক্ষেত্রে উতপাদিত সমস্ত তরল অক্সিজেনই তুলে দিতে হবে সরকারকে। শিল্পক্ষেত্রে আর তরল অক্সিজেনের ব্যবহার হবে না ,সবটাই ব্যবহৃত হবে চিকিতসা ক্ষেত্রে। এই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি হয়েছে।