আগামী সপ্তাহে পাঁচদিন বন্ধ কলকাতার বিভিন্ন এলাকার মদের দোকান (FL Shop) ও পানশালা (Bar)। মাঝে খোলা থাকবে একদিন। ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনের (Bhawanipur By-Poll) জন্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।
৩০ সেপ্টেম্বর রাজ্যে উপনির্বাচন। এর মধ্যে আছে ভবানীপুর কেন্দ্র। কমিশনের নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে শহরের দোকান ও পানশালা বন্ধ থাকবে। খুলবে ৩০ সেপ্টেম্বর সন্ধের পর। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। ৩ সেপ্টেম্বর উপনির্বাচনের ফলঘোষণা। ফের বন্ধ থাকবে সব দোকান ও পানশালা। রাজ্যে পাঁচদিনের মধ্যে শুধু ১ অক্টোবর খোলা থাকবে দোকান।
মনে করা হচ্ছে, এদিন ভিড় বাড়বে শহরের ওই মদের দোকানে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভবানীপুর, আলিপুর, চেতলা, কালীঘাট, পার্কস্ট্রিট, শেক্সপিয়ার সরণি, নিউ মার্কেট, ওয়াটগঞ্জ, একবালপুর, বৌবাজার সহ শহরের যত পানশালা আছে, সব বন্ধ রাখতে হবে। সব মিলিয়ে পাঁচদিন দোকান ও পানশালা বন্ধ থাকায়, সমস্যায় পড়বেন সুরা ব্যবসায়ীরা।