রাজ্যের সুরাপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১৬ নভেম্বর, মঙ্গলবার থেকে রাজ্যে কমতে চলেছে বিলাতি মদের(Liquor) দাম। রাজ্য সরকারের আবগারি দফতর(Excise Department) ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সব বিভাগে।
শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শনিবার থেকেই বন্ধ করা হয়েছে আবগারি দফতরের পোর্টাল। এই পোর্টাল থেকেই ডিলাররা বিক্রয়মূল্যের আভাস পান।
BJP Protest in Siliguri: পেট্রপণ্যের VAT নিয়ে শিলিগুড়িতে মিছিল বিজেপির, ব্যারিকেড করে আটকাল পুলিশ
কোন ব্র্যান্ডের মদ(Liquor) কতটা সস্তা হবে, তা জানা না গেলেও আবগারি দফতরের(Excise Department) খবর, দাম কমতে পারে প্রায় ২৫ শতাংশ। আরও জানা গেছে, আগামী মঙ্গলবার থেকে চালু হওয়া নতুন নিয়মে বিক্রেতাদের লভ্যাংশ বাড়বে। পাইকারি বিক্রেতারা ৩% এবং খুচরো বিক্রেতারা ৭% লাভ করতে পারবেন।