পুজোর আয়োজনে তাক লাগানো আয়োজন করল বাগুইহাটির একটি ক্লাব। তাদের মণ্ডপে মা দুর্গার পরনে থাকবে সোনা দিয়ে নকশা করা শাড়ি!
এর আগে মায়ের মুখে সোনার মাস্ক পরিয়ে কলকাতার পুজোয় (Durga Puja 2021) সাড়া ফেলে দিয়েছিল বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। এবার তাদের পুজোয় মায়ের পরনে থাকবে সোনার শাড়ি!
Farmer Protest Theme : দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় কৃষক আন্দোলন, সামাজিক বার্তা দমদম পার্কের
পুজোয় সোনার ব্যবহার অবশ্য নতুন নয়। এর আগে সোনার দুর্গা (Durga Idol) করে তাক লাগিয়েছিল মধ্য কলকাতার পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে সোনার মাস্কের পাশাপাশি মা দুর্গার হাতে থাকছে সার্জিক্যাল মাস্ক, শরীরের তাপ মাপার বৈদ্যুতিক যন্ত্র, অক্সিমিটার, ইঞ্জেকশন সিরিঞ্জের মতো অস্ত্র। এতেই যেন করোনা অসুর বধ হয়ে যায়, এই প্রার্থনাই করা হয়েছে।
অতিমারীর আবহে যেখানে বেশিরভাগ পুজোকেই বাজেটে কাটছাঁট করতে হচ্ছে, সেখানে এই পুজোয় সোনার শাড়িতে সাজবেন মা! অন্যতম উদ্যোক্তা স্বরূপ নাগ জানাচ্ছেন, শহরের একটি জনপ্রিয় শাড়ি প্রস্তুতকারী সংস্থা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় মাকে সোনার শাড়িতে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে। আর পাঁচটি বেনাসরি শাড়ির মতোই হবে শাড়িটি, কেবল পাড় হবে সোনার।