মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। রাজ্য সরকারের লোগো লাগানো গাড়ি রেখে ঝাঁপ দেন তিনি। রবিবার সন্ধে সাড়ে আটটা নাগাদ মা উড়ালপুলের গড়িয়ামুখী লেনের ১৬ এবং ১৭ নম্বর পিলারের মাঝখান থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করেন প্রগতি ময়দান থানার পুকিশকর্মীরা৷ এনআরএস হাসপাতালে পাঠানো হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
মৃত্যুকে ভিক্ষা না করে অর্জন করবেন, সেই বাসনায় 'স্বেচ্ছামৃত্যু' সুস্মিতার
গাড়ির ভিতরে একটি ইলেকট্রিক বিল পাওয়া গিয়েছে। তাতে ঝন্টু দাস বলে একজনের নাম রয়েছে। তিনি রাজা মনীন্দ্র রোডের বাসিন্দা। কী কারণে ঝাঁপ দিলেন ওই ব্যক্তি, তাঁর পরিচয়,কী, সরকারি লোগো লাগানো গাড়ি কোথা থেকে এল- এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।