তাঁর চশমার কাঁচের মতোই তিনিও রঙিন ভীষণ রকম। কখনো বিতর্কিত মন্তব্য করেছেন, কখনো নির্বাচনী প্রচারে অথবা প্রাক পুজো মেজাজে গান গাইছেন, কখনো বিরোধী দলের সদস্যদের নিয়ে জলবিহারে যাচ্ছেন, সব মিলিয়ে, তিনি সব সময়ই আলোচনায়। তিনি মদন মিত্র। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর বিশ্বাস, রবীন্দ্রনাথের চেয়েও বেশি ভালোবাসা তিনি মানুষের কাছ থেকে পেয়েছেন।
কামারহাটির বিধায়কের কথায়, "আমি মন্ত্রী নই, আমি এক লক্ষ ভোটে জিততে পারিনি। মানুষের মধ্যে হয়ত সেভাবে কাজও করতে পারিনি। কিন্তু মানুষের যা ভালবাসা পেয়েছি তা আমার থেকে রবীন্দ্রনাথ বেশি পেয়েছিল বলে মনে করিনা। তখন জনসংখ্যাও কম ছিল। রবীন্দ্রনাথ লক্ষ ভালবাসা পেলে আমি কোটি পেয়েছি।"