ভবানীপুরে দফায় দফায় প্রচার করেছেন বিধায়ক মদন মিত্র। কখনও গোলাপ হাতে, কখনও ঢাক বাজিয়ে, কখনও গানে-গানে প্রচার জমিয়ে দিয়েছেন তিনি। সোমবার শেষলগ্নে তাঁর এলাকাতেই প্রচার করে বিজেপি। তবে প্রচারে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ, মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ফলে বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, প্রথমদিন থেকেই বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে। শুভেন্দুর কথায়, প্রার্থী এবং প্রচারকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তাতে প্রমাণিত তৃণমূল কংগ্রেস এবং তার মালিক ভয় পাচ্ছেন। সেই প্রসঙ্গে এবার দিলীপ-শুভেন্দুকে বিঁধলেন মদন। তিনি বলেন, 'চাকরি গেছে দিলীপের, এবার যাবে শুভেন্দুর। পাশাপাশি মদন মিত্রর কটাক্ষ, গণতন্ত্র আছে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা।'