অবিশ্বাস্য ঘটনা! মহারাষ্ট্রে এক ১৬ বছরের নাবালিকার অভিযোগ, গত ৬ মাসে ৪০০ জন ধর্ষণ (minor rape) করেছে তাকে। ধর্ষকদের মধ্যে রয়েছেন এক পুলিশ ও। থানায় অভিযোগ করতে গিয়ে সেখানেও শ্লীলতা হানির শিকার সে, দাবি অভিযোগকারিনীর। বর্তমানে সে ২ মাসের অন্তঃসত্ত্বা।
মহারাষ্ট্রের বিদ গ্রামের পরিবার। ১৬ বছরের মেয়েটি মাকে হারায় বছর খানেক আগে। তারপর বাবা তার বিয়ে ঠিক করে। স্বামীর বাড়িতেও যথেষ্ট লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাকে। মার খেতে হয়েছে স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে। একদিন নিজের বাবার কাছে ফিরে এল মেয়েটি। কিন্তু তার বাবা নিজের বাড়িতে জায়গা না দেওয়ায় আম্বাজোগাই বাসট্যান্ডে দিনযাপন শুরু অভিযোগকারিনীর। সেখানেই তার ওপর গত ৬ মাস ধরে চলছে অনবরত যৌন হেনস্থা (sexual harrasment), এমনই দাবি মেয়েটির।
এএনআই সূত্রে খবর, এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।