সেই কবে শঙ্খ ঘোষ লিখেছিলেন,
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি।
মালদার দিলীপ স্মৃতি সংঘের পুজো মন্ডপে এলে, ঠিক এই কথাই আপনার মনে হবে। কারণ এবারে তাঁদের পুজোর থিম রাখির সম্প্রীতি। সালটা ছিল ১৯০৫, ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা বাংলা ভাগের সিদ্ধান্ত নেন। প্রতিবাদে গর্জে উঠেছিলেন বিশ্বকবি। হিন্দু-মুসলিমকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সেই বছরই রাখি উৎসবের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
সেই রাখি উৎসবকেই এবারে থিম হিসেবে বেছে নিয়েছে মালদার দিলীপ স্মৃতি সংঘ। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বন্ধনকে সুদৃঢ় করতে মোট ১৬ টি মডেল প্রদর্শিত হচ্ছে মন্ডপে। কখনও সিভিক ভলেন্টিয়ার রাখী পরিয়ে দিচ্ছেন টোটো চালককে, কখনও বা ছোট্ট স্কুলছাত্রী রাখির বন্ধনে আবদ্ধ করছে অসহায় গরীব ভাইকে। তবে এর মধ্যে অন্যতম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক চিকিৎসকের হাতে করোনা যোদ্ধা হিসেবে রাখি পরিয়ে দিচ্ছেন।
দিলীপ স্মৃতি সংঘের এবারের পুজো, ৭১ তম বর্ষে পদার্পণ করল। বাজেট ধরা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। সম্পূর্ণ মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন মাপের রাখি। মনোরম আলোকসজ্জা, আধুনিক প্রতিমা এবছরের দর্শনার্থীদের অনেকটাই কাছে টানবে বলে মনে করছেন ক্লাবের সদস্যরা।