করোনাকালে কোভিডযোদ্ধা হিসেবে সামনে থেকে লড়াই করেছেন চিকিৎসকরা। ক্রমাগত নিজেদের জীবনকে বাজি রেখে আক্রান্তদের প্রাণ বাঁচিয়েছেন তাঁরা। এই যুদ্ধে বহু চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মীদের প্রাণ গেলেও, করোনার বিরুদ্ধে চিকিৎসকসমাজের লড়াই এখনও অব্যাহত।
৬১তম বর্ষে পদার্পণ করে মালদার ইংরেজবাজার অভিযাত্রী সংঘের নিবেদন ‘মাস্কই সুরক্ষা, অসুরক্ষাই বিপদ’। করোনা আবহে পুজোয় থিম হিসেবে তাঁরা বেছে নিয়েছেন করোনার বিরুদ্ধে চিকিৎসকদের এই মরণপণ লড়াইকে। যেখানে মা দুর্গা থেকে শুরু করে লক্ষী-কার্তিক-গণেশ-সরস্বতী সকলেই আবির্ভূত চিকিৎসকের বেশে। হাতে প্রথাগত অস্ত্রের বদলে রয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র স্যানিটাইজার, ডেটল, ওষুধপত্র, সিরিঞ্জ সহ বিভিন্ন সরঞ্জাম।
দর্শনার্থী (00:05-00:53)
শুধু এখানেই থেমে থাকেননি উদ্যোক্তারা। করোনাপর্বের বহু দৃশ্য উঠে এসেছে তাঁদের মন্ডপে। দেশের লকডাউন পরিস্থিতি, করোনার বিপদ, এই মারণ ভাইরাস থেকে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মন্ডপ সজ্জায়।
ইতিমধ্যেই এই পুজোর উদ্বোধন পর্ব নজর কেড়েছে দর্শকদের। আদিবাসী নাচ-গান থেকে বাউল। সব মিলিয়ে জমজমাট উৎসব প্রাঙ্গণ।