জ্বালানির (Fuel) উৎপাদন শুল্কে (VAT) ছাড় দেওয়া নিয়ে বিজেপিকেই পালটা আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, "জ্বালানির দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে কেন্দ্র। রাজ্যকে ভ্যাকসিনও পাঠাচ্ছে না।"
জ্বালানি তেলের ওপর রাজ্যের ভ্যাট তোলা নিয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। পার্টিঅফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পেট্রপণ্যে রাজ্যের ছাড় দেওয়া নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
বিজেপিকে ভয় পেয়েই মিছিল আটকাচ্ছে মমতার পুলিশ, রাজ্য সরকারকে নজিরবিহীন আক্রমণ বিজেপির
তিনি বলেন, " কেন্দ্র সরকার, গ্যাস, পেট্রল ডিজেল থেকে চার লক্ষ কোটি টাকা তুলেছে। পেট্রল-ডিজেলের দাম বাড়লে তো জিনিসপত্রের দাম বাড়বেই। কৃষকরা চাষ করবেন কী করে! বহু মানুষ কাজ হারাচ্ছেন।" বিরোধীদের উদ্দেশ্যে তিনি জানান, এক টাকা করে ডিজেলের প্রতি লিটারে ছাড় দেয় রাজ্য।
কেন্দ্র জ্বালানি তেলের উৎপাদন শুল্ক কমালেও রাজ্য কেন ভ্যাটে ছাড় দিচ্ছে না, তা নিয়েই সোমবার আন্দোলন করেন বিজেপি কর্মীরা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইতিমধ্যে রাজ্যও জ্বালানি তেলের শুল্কে ছাড় দিয়েছে। আগামীকাল রাজ্যের পেট্রল পাম্পগুলোতে কর্মসূচি রাজ্য বিজেপির।