কলকাতা পুরসভার সব ক’টি ওয়ার্ডে প্রার্থী দিতে না পেরে অশান্তির নাটক করছে বিজেপি। রবিবার বিজেপি-র নাম না করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিজেপি। তবে বিরোধী দলের সে দাবি নাকচ করে দিয়েছেন মমতা। তাঁর মতে, শান্তিপূর্ণ ভাবে কলকাতায় পুরভোট হয়েছে।
ভোট হল গণতন্ত্রের উৎসব। আর কলকাতার মানুষ উৎবের মতো করেই ভোট দিয়েছেন। কলকাতা পুরভোট নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘড়ির কাঁটায় ঠিক বেলা চারটে। দক্ষিণ কলকাতা মিত্র ইনস্টিটিউট স্কুলে তিনি এলেন, দেখলেন এবং ভোট দিলেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভোট দিতে আসেন কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের আর এক তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : KMC elections 2021: ভোট-অশান্তিতে তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থার আশ্বাস অভিষেকের
ভোট দিতে যাওয়ার আগেই বিরোধীদের তোলা অশান্তির অভিযোগও উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী।