উপনির্বাচনের চার কেন্দ্রে তৃণমূলের (TMC) জয় এখন সময়ের অপেক্ষা। সম্পূর্ণ ফল ঘোষণার আগেই শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের চার প্রার্থীকেই জয়ের শুভেচ্ছা জানান তিনি। তৃণমূল নেত্রী জানান, "এই জয় মানুষের জয়"।
বিধানসভা ভোটের (Assembly Election) ফল ঘোষণার ছমাস পর ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে উপনির্বাচনে নিজে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও জয় এসেছে তৃণমূলের। মঙ্গলবার চার কেন্দ্রের উপনির্বাচনেও বিরাট ব্যবধানে জয়ের পথে তৃণমূল। টুইট করে মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "ঘৃণা ও মিথ্যার রাজনীতির বিরুদ্ধে মানুষ উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন।" বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মঙ্গলবার ভোটগণনার শুরু থেকে চার কেন্দ্রেই ব্যবধান বাড়ান তৃণমূল প্রার্থীরা। গোসাবা ও দিনহাটায় গণনার মাঝপথেই এক লাখের ব্যবধান বাড়ায় তৃণমূল। দলনেত্রীর শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বাস শুরু হয়ে গেল তৃণমূল শিবিরেও।