প্রশান্ত কিশোর (PK) নন। শেষ পর্যন্ত কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের (TMC) প্রার্থীতালিকা চূড়ান্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamara Banerjee)।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, পুরভোটে অন্তত ৮০টি ওয়ার্ডে প্রার্থী বদলের পরামর্শ দিয়েছিলেন আইপ্যাকের কর্তারা। বাস্তবে, তার অর্ধেক সুপারিশও মানা হয়নি। একঝাঁক হেভিওয়েটের নাম ছেঁটে ফেলার পরামর্শও শোনেননি মমতা।
Firhad Hakim: চেতলার অলিগলিতে ঘুরে প্রচার ফিরহাদের, সঙ্গী মেয়ে
আইপ্যাকের পরামর্শ ছিল, ফিরহাদ হাকিম (Firhad Hakim), দেবাশীষ কুমার এবং অতীন ঘোষের বদলে তাঁদের মেয়েরা প্রার্থী হোন। বৈঠক থেকে মমতা নিজে ওই তিন নেতার মত জানতে চান। তাঁরা প্রার্থী হতে আপত্তি নেই বলার পর খারিজ হয় PK-র টিমের সুপারিশ। বৈঠকে উপস্থিত থাকলেও বিশেষ কথা বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)।