মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গোয়া সফরের (Goa tour) সূচনা হচ্ছে সোমবার থেকে। ১৩ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বরের দু'দিন ব্যাপী ওই সফরে কোন সময় কোন কোন স্থানে যাবেন তিনি, তা নিয়ে রইল একটি বিস্তারিত সূচী।
সূচীর এক ঝলকঃ
১৩ ডিসেম্বর, ২০২১
দুপুর একটাঃ গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের মুখোমুখি হবেন মমতা।
দুপুর দুটোঃ গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে গোয়ার তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেত্রী।
বিকেল সাড়ে তিনটেঃ বেনাউলিমে সাধারণ সভা।
১৪ ডিসেম্বর, ২০২১
বিকেল তিনটেঃ পাঞ্জিমে সাধারণ সভা
বিকেল পাঁচটাঃ আসানোরায় সাধারণ সভা