মঙ্গলবার জাভেদ আখতার (Javed Akhtar) ও সুধীন্দ্র কুলকার্নির (Sudhindra Kulkarni) সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি বিরোধী মুখ হিসেবে পরিচিত জাভেদ আখতারও। তাঁর সঙ্গে বৈঠক, বিরোধী জোটের জন্য বেশ তাৎপর্যপূর্ণ।
নয়াদিল্লিতে মঙ্গলবার পরপর বৈঠক আছে তৃণমূল নেত্রী মমতার। বিকেল পাঁচটা নাগাদ কীর্তি আজাদের (Kirti Azad) সঙ্গে বৈঠক করবেন তিনি। সদ্য কংগ্রেস ছেড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। এরপর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রাক্তন অফিসার পবন ভার্মার (Pawan Verma) সঙ্গে দেখা করবেন তৃণমূল নেত্রী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপদেষ্টা ছিলেন পবন ভার্মা ।
আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন JDU-র প্রাক্তন সাংসদ পবন ভার্মা
বিকেলে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন তৃণমূল নেত্রী।