দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ত্রিপুরা ইস্যু নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফের এলাকা বৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লি যাচ্ছি। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। রাজ্যের কতগুলো ব্যাপার আছে। বিশেষ করে বিএসএফ ইস্যু নিয়ে কথা বলব। গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। বিএসএফ আমার শত্রু নয়। কিন্তু বিজেপি যা মনে করছে সেটা ঠিক নয়। বিএসএফ মানে বিজেপি, আর বিএসএফ মানে কি বিজেপি সেফ? এটা তো ঠিক নয়।
দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিদের নিয়ে বলেন, "প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে। আইন-শৃঙ্খলা, রাজ্য পুলিশ তারাও ক্যাডার। সিআইএসএফ, সিআরপিএফ তারাও ক্যাডার। প্রত্যেকের নিজস্বতা আছে। কিন্তু সেটা না করে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে।"