মঙ্গলবার গোয়ার(Goa) রাজধানী পানজিমে সহযোগী দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির(MGP) সঙ্গে যৌথ সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সেই সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) খোঁচা দিলেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, "ভোট এলেই গঙ্গাস্নান করেন, উত্তরাখণ্ডের মন্দিরে ছুটে যান। অথচ করোনার সময় শেষকৃত্যও করতে দেয় না, গঙ্গায় লাশ ভাসিয়ে অপবিত্র করে।"
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বক্তব্যে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুর খেরির(Lakhimpur Kheri) কৃষক হত্যার প্রসঙ্গ উঠে এসেছে। বিশেষ তদন্তকারী দল(SIT) তাঁদের রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর(Ajay Mishra) ছেলের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কৃষক খুনের অভিযোগ এনেছে। সেই প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল(TMC) নেত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর(CM of Uttar Pradesh) পদত্যাগ দাবি করেছেন।
আরও পড়ূন- SIT ON LAKHIMPUR: ‘পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র', লখিমপুর-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি সিটের
সোমবারই মোদী(Narendra Modi) তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে(Baranasi) গিয়ে গঙ্গাস্নান করে কালভৈরব মন্দির পুজো দিয়েছিলেন। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আসন্ন বিধানসভা নির্বাচনকে 'পাখির চোখ' করেই তাঁর এই পদক্ষেপ বলে অভিযোগ তোলেন বিরোধীদের একাংশ।