গোটা দেশের সাথে রাজ্য বাড়ছে করোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যকে চাহিদামতো অক্সিজেন সরবরাহের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৭০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের চাহিদা ছিল ।আগামী এক সপ্তাহের অক্সিজেনের দৈনিক চাহিদা ৫৫০ মেট্রিক টনে পৌঁছতে পারে । এই পরিস্থিতিতে রাজ্যকে তার প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ করা হোক।মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, গত দশ দিনে রাজ্যে উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে।রাজ্যের যা চাহিদা সে অক্সিজেন রাজ্যকে দেওয়া হচ্ছে না। রাজ্যকে এখন দিনে ৩০৮ মেট্রিকটন অক্সিজেন দেওয়া হচ্ছে কিন্তু রাজ্যের চাহিদা এক থেকে এই মুহূর্তে অনেক বেশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়ে তাই অক্সিজেন সরবরাহের পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।